শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
নতুন বছর ২০২৫’র ১২ জানুয়ারী অনুষ্ঠিত হবে মুলধারার তিনটি সংগঠন নিউ অ্যামরিকান ডেমোক্রেটিক ক্লাব এনওয়াই, নিউ অ্যামেরিকান উইমেন ফোরাম এনওয়াই এবং নিউ অ্যামেরিকান ইয়ূথ ফোরাম এনওয়াই আয়োজিত বার্ষিক ডিনার ও নববর্ষ বরণ অনুষ্ঠান। নিউইয়র্কের জ্যামাইকার আল আকসা পার্টি হলে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে জমকালো এ অনুষ্ঠান শুরু হবে এবং তা চলবে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত।
গত রোববার দুপুরে জ্যামাইকার শাহী কিচেন রেস্টুরেন্টে তিনটি সংগঠনের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আয়োজনকে সফল করতে বেশ কয়েকটি সাব কমিটি গঠন করা হয়। এছাড়া যার যার অবস্থান থেকে স্পন্সরের উদ্যোগ নেওয়ার কথা জোরালো ভাবে বলা হয়।
যৌথ সভায় এশিয়ান কালচার তুলে ধরার পাশাপাশি বিভিন্ন কমিউনিটি যথাক্রমে ব্ল্যাক, হোয়াইট, স্পেনিশ,চাইনিজ, কোরিয়ান ও বাংলাদশ কমিউনিটির ৬ থেকে ৮ জন সম্মানীত ব্যক্তিত্বের হাতে এ্যাওয়ার্ড তুলে ধরার সিদ্ধান্ত গৃহীত হয়।
যৌথসভায় নিউ অ্যামেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রেসিডেন্ট মোর্শেদ আলম বলেন,বাংলাদেশ কমিউনিটির সঙ্গে অন্য সকল কমিউনিটির মেলবন্ধন তৈরির লক্ষ্যে আমাদের সংগঠন কাজ করে আসছে। বলা যায় আমরা অনেকদূর এগিয়েছি। আমাদের এ অর্জনকে আরও বড় পরিসরে নিয়ে যেতে হবে। এ সময় ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রাব্বী সৈয়দ অনুষ্ঠানের সফল আয়োজনে কমিউনিটির সবার সহযোগিতা কামনা করেন।
সভায় জুডিশিয়াল ডেলিগেট নুশরাত আলম মুলধারার রাজনীতিবিদ ও নির্বাচিত প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর দায়িত্বটি নিজ কাঁধে তুলে নেন। তিনি বলেন, যার যার জায়গা থেকে যথাযথ দায়িত্ব পালন করলে অনুষ্ঠানটি সফলতার মুখ দেখবে।
নিউ অ্যামেরিকান ইয়ূথ ফোরামের প্রেসিডেন্ট আহনাফ আলম বলেন, আমাদের বার্ষিক ডিনার ও নববর্ষ অনুষ্ঠানটি একটি ব্র্যান্ড হিসাবে পরিচিতি লাভ করেছে। এবারও আমরা মানসম্মত অনুষ্ঠানের মধ্য দিয়ে সকল কমিউনিটিকে তুলে ধরব।
যৌথ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নিউ অ্যামেরিকান উইমেন ফোরামের উপদেষ্টা সালেহা মোর্শেদ, অধ্যাপিকা হুসনে আরা , রিনা সাহা,ভাইস প্রেসিডেন্ট সেলিনা খানম, কোষাধ্যক্ষ সালমা ফেরদৌস, সাবিনা উর্বি, নিউ অ্যামেরিকান ইয়ূথ ফোরামের ভাইস প্রেসিডন্ট শাহ ফারুক রহমান,আনজাম সিদ্দিকী রাফি।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।