মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
রুশ সেনারা অস্ত্র ফেলে পালাচ্ছে : জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ সেনারা বিভ্রান্ত হয়ে পড়েছে, তারা ইউক্রেনে এতবেশি প্রতিরোধের মুখে পড়বে বলে ভাবতে পারেনি। তাই তারা নিজেদের অস্ত্র ফেলে যুদ্ধের ময়দান থেকে পালাচ্ছে।
২৮ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে এ পর্যন্ত ২৮ লাখ ইউক্রেনবাসী দেশ ছেড়েছে। জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, মোট শরনার্থীর মধ্যে ১৭ লাখ আশ্রয় নিয়েছে প্রতিবেশি দেশ পোল্যান্ডে। এছাড়া হাঙ্গেরী, রোমানিয়া, শ্লোভাকিয়া, মলদোভা, রাশিয়া এবং বেলরুশে বহু ইউক্রেনিয় নাগরিক আশ্রয় নিয়েছে। শরনার্থীর সংখ্যা বাড়তে থাকায় ইতিমধ্যেই আন্তর্জাতিক সহায়তা চেয়েছে মলদোভা। দেশটিতে ইতিমধ্যে এক লাখেরও বেশি শরনার্থী আশ্রয় নিয়েছে। ইউক্রেনে আক্রমণের ধার বাড়ায় এই শরনার্থী আরও বাড়বে মনে করছে জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর।
মার্কিন কংগ্রেসে ভাষণ দিবেন জেলেনস্কি
যুক্তরাজ্যের হাইজ অব কমন্সে ভাষণ দানের পর এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বক্তৃতা করতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এ খবর নিশ্চিত করেছে। সিনেট ম্যাজরিটি লিডার চাক শুমার ও হাউজ স্পিকারের ন্যান্সী পলেসীর পক্ষ থেকে সদস্যদের কাছে পাঠানো চিঠি থেকে এ ব্যাপারে নিশ্চিত হয়েছে সংবাদ মাধ্যমটি। আগামী বুধবার সকাল ৯টায় প্রেসিডেন্ট জেলেনস্কি ভার্চুয়ালি এ ভাষণ দেবেন।
রাশিয়া চীনের সহায়তা চায়নি : ক্রেমলিন
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া চীনের কাছে সামরিক সহায়তা চেয়েছে- যুক্তরাষ্ট্রের এমন দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। ইউক্রেন অভিযানে লক্ষ্য অর্জনে রাশিয়া সক্ষম। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে এসব কথা জানায়। অনদিকে যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেনগিউ এ বিষয়ে কিছুই শুনেননি বলে জানিয়েছেন সিএনএনকে। বরং মি. লিউ এ পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করে তা আর না বাড়ার পক্ষে মত প্রকাশ করেন।
উল্লেখ্য,সম্প্রতি যুক্তরাষ্ট্রের একজন উচ্চপদস্থ কর্মকর্তা দাবি করেন, ইউক্রেনে অভিযান শুরু হওয়ার পর রাশিয়া চীনের কাছে ক্রমাগত সামরিক সহায়তা চেয়ে আসছে।
ইউক্রেন ইস্যূতে এরদোয়ান- শলৎস বৈঠক
চলমান রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস। তুরস্কের রাজধানী আন্কারায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। ইউক্রেনে অভিযান বন্ধ ও স্থায়ী শুদ্ধবিরতি কিভাবে কার্যকর করা যায় সেটাই আলোচনার মুখ্য বিষয় হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
উল্লেখ্য, যুদ্ধ শুরু হওয়ার পর তুরস্কের মধ্যস্ততায় প্রথম রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। যদিও সে বৈঠকে কোন সমঝোতা হয়নি।
৫ম বারের মত আলোচনায় বসতে যাচ্ছে ইউক্রেন-রাশিয়া
৪র্থ দফা ভার্চুয়াল আলোচনা ব্যর্থ হওয়ার পর আজ মঙ্গলবার আবারও আলোচনায় মিলিত হচ্ছে রাশিয়া ও ইউক্রেন কর্তৃপক্ষ। ৪র্থ দফা আলোচনায় দু পক্ষই তাদের পক্ষে যা যা বলার তা উপস্থাপন করেছে। তবে কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় আলোচনা।
অন্যদিকে ইউক্রেনের সঙ্গে আলোচনা চালিয়ে গেলেও বিরামহীন হামলা করে যাচ্ছে রাশিয়া। নির্বিচার হামলায় একদিকে যেমন হতাহতের সংখ্যা বাড়ছে,তেমনিভাবে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজও বাধাগ্রস্ত হচ্ছে বলে ইউক্রেন কর্তৃপক্ষ।
মারিওপোলে মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে
ইউক্রেনে অভিযানের শুরুতে রাশিয়া সামরিক স্থাপনা লক্ষ্য হামলা চালিয়ে যাচ্ছিল। কিন্তু দিন বাড়ার সঙ্গে সঙ্গে নির্বিচারে বেসামরিক এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। তাদের হামলা বেসামরিক স্থাপনা- সাধারণ মানুষের বসতি, স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয়সহ সকল লক্ষ্যবস্তুতেই চলছে। এতে বিপুল সংখ্যক মানুষ হতাহতের শিকার হয়েছেন। সবচেয়ে বেশি হামলা হয়েছে মারিওপোল শহরে। এটি হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর। বলা যায় রুশ হামলায় শহরটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। সেখানে বিরামহীন হামলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। সেখানকার মৃতদেহগুলোকে এখন গণকবর দেওয়া হচ্ছে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।