মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
মাত্র দুইদিনের ব্যবধানে আবারও প্রাণহানি দেখল ক্যালিফোর্নিয়া। এবার ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে’তে বন্দুকধারীর গুলিতে ৭ জন নিহত হয়েছে।
সান ম্যাটেও কাউন্টি শেরিফ জানিয়েছে, বন্দুকধারীর গুলিবর্ষণের পর তারা একটি মাশরুম ফার্মে চারজনের মরদেহ দেখতে পান। সেখান থেকে মাত্র ২ কিলোমিটার দুরে আরও তিনজনের মরদেহ দেখতে পান।
তবে বন্দুকধারী এলাকা ছেড়ে যাননি। ফার্ম এলাকার আশেপাশেই সেই ব্যক্তি তার ভ্যানেই বসে ছিলেন। তবে তাকে গ্রেফতারের সময় সে কোন ধরণের জবরদস্তি করেনি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
সান ম্যাটেও কাউন্টি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির অস্ত্রটি লাইসেন্স করা ছিল এবং সে তাদের জন্য বিপদজনক ছিলনা। পুলিশ এই গুলিবর্ষণের কারণ জানার চেষ্টা করছে।
এদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর একে মর্মান্তিক ট্র্যাজেডি বলে উল্লেখ করেছেন।
উল্লেখ্য,সোমবারের ঘটনার মাত্র দু’দিন আগে বন্দুকধারীর গুলিতে ক্যালিফোর্নিয়ার মন্টেরি পার্কে ১১ জন নিহত হয়।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।