রবিবার, ১৮ মে, ২০২৫
উত্তর আমেরিকার বইপ্রেমী মানুষের জন্য সুখবর । বাংলা সাহিত্য, সংস্কৃতি ও মাতৃভাষার ঐতিহ্যকে উদযাপন করতে মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে নিউইয়র্কে শুরু হচ্ছে ৩৪তম আন্তর্জাতিক বাংলা বইমেলা।
আগামী ২৩ মে সন্ধ্যা ৬টায় নিউইর্য়কের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে এই বইমেলার বর্ণাঢ্য উদ্বোধন হবে। চারদিন ব্যাপী বইমেলায় আমেরিকা ও কানাডা থেকে বিপুল সংখ্যক লেখক যোগ দেবেন। অংশ নেবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে আসা বিভিন্ন প্রকাশনা সংস্থা। থাকবে অজস্র নতুন বই।
গত শুক্রবার ১৬ মে সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ৩৪তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহবায়ক সাংবদিক রোকেয়া হায়দার ও সদস্য সচিব বিশ্বজিত্ সাহা। এসময় আরো উপস্থিত ছিলেন মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন ডা. জিয়াউদ্দীন আহমেদ, জেএফবি গ্রুপের গোলাম ফারুক ভুইয়া, অধ্যাপক নজরুল ইসলাম, সউদ চৌধুরী ও ড. ওবায়দুল্লাহ মামুন।
আয়োজকরা আরো জানিয়েছেন, এবারের বইমেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘ব্লকেড’ খ্যাত আমেরিকান বন্ধু ফিলিস টেইলর। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন সাহিত্য সমালোচক, দার্শনিক ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক এবং বীর মুক্তিযোদ্ধা ও বীরপ্রতীক ক্যাপ্টেন (অব.) সিতারা বেগম। এই বইমেলার শুভ উদ্বোধন করবেন এই সময়ের নন্দিত কবি ও ঔপন্যাসিক সাদাত হোসাইন।
নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৫-এর আহ্বায়ক, বিশিষ্ট সাংবাদিক রোকেয়া হায়দার এবং মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন ডা. জিয়াউদ্দীন আহমেদ বাংলাভাষী সবাইকে এই আনন্দঘন মিলনমেলায় অংশ নিয়ে মাতৃভূমি ও মাতৃভাষার সঙ্গে একাত্ম হওয়ার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।
উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁরা জানান, শুরু থেকেই নিউ ইয়র্ক বইমেলা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে অবিচল ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।
মুক্তধারা ফাউণ্ডেশনের সভাপতির পদ থেকে ডঃ নুরুন নবী পদত্যাগ একান্তই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তিনি ভুলবুঝাবুঝির অবসান হলে আবার ফিরে আসবেন বলেও তাঁরা আশাবাদী বলে জানান।
চারদিনের এই আন্তর্জাতিক বাংলা বইমেলা উত্তর আমেরিকার বাংলা ভাষাভাষী মানুষের মিলনমেলায় পরিণত হবে বলে আশাবাদী আয়োজকরা।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।