রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
বিদেশ বিভূঁইয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুলে ধরার অভিপ্রায়ে আগামীকাল ১৩ এপ্রিল রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ডে প্যারেড। গত ৯ এপ্রিল সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টিহলে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৩ এপ্রিল রোববার দুপুরে জ্যাকসন হাইটসের ৬৯ স্ট্রিট থেকে শুরু হয়ে ৩৭ এভিনিউ ধরে প্যারেড যাবে ৮৭ স্ট্রিটে। শুরুর স্থাণ এবং সমাপ্তির মঞ্চে দেশ ও প্রবাসের বিশিষ্টজনেরা শুভেচ্ছা বক্তব্যের পাশাপাশি বরেণ্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।
‘হিউম্যানিটি অ্যাম্পাওয়ারমেন্ট রাইটস ফাউন্ডেশন’র সহায়তায় প্যারেডের সামগ্রিক ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ সোসাইটি। সংবাদ সম্মেলনের সঞ্চালনা করেন প্যারেডের জন্যে গঠিত কমিটির সদস্য-সচিব ফাহাদ সোলায়মান। তিনি প্যারেড কমিটির শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং গ্র্যান্ড মার্শাল ও প্রধান উপদেষ্টাকে মঞ্চে আহবান করেন। এ সময় তিনি প্যারেডে যুক্ত বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের নাম ঘোষণা করেন ও পরিচয় করিয়ে দেন।
তরুন ডেমোক্রেট নেতা ও কমিউনিটি বোর্ড মেম্বার ফাহাদ সোলায়মান জানান, এবারের বাংলাদেশ ডে প্যারেডের গ্র্যান্ড মার্শাল হচ্ছেন আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। তিনি জানান, ৫০ সদস্য বিশিষ্ট অর্গানাইজিং কমিটির চিফ এডভাইজার হিসাবে থাকছেন গিয়াস আহমেদ, চেয়ারম্যান আতাউর রহমান সেলিম, আহবায়ক-মোহাম্মদ আলী এবং সদস্য সচিব ফাহাদ সোলায়মান, প্রধান সমন্বয়কারী আহসান হাবিব,ইভেন্ট কো অর্ডিনেটর ফখরুল ইসলাম দেলোয়ার,অর্গানাইজিং সেক্রেটারি ফেমড রকি,ইভেন্ট ডে প্রেসিডেন্ট জে মোল্লা সানি। এছাড়া তাদের সহযোগিতায় যারা আছেন তাদের নামও তিনি তুলে ধরেন।
বিভিন্ন সংগঠনের প্রতিনিধিত্বকারিগণকে মঞ্চে আহবানের সময় আয়োজনে সবাইকে সম্পৃক্ত না করার প্রতিবাদে কমিউনিটি লিডার সরোয়ার খান বাবু এবং রফিকুল ইসলাম ডালিম দর্শক সাড়ি থেকে প্রতিবাদ করতে থাকেন। তবে বাংলাদেশ সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদকের আশ্বাসের প্রেক্ষিতে তারা শান্ত হন।
এ সময় প্যারেডের প্রস্তুতি আলোকে সর্বস্তরের প্রবাসীর সাপোর্ট কামনা করে বক্তব্য দিয়েছেন গ্র্যান্ড মার্শাল শাহনেওয়াজ,চীফ এ্যাডভাইজার গিয়াস আহমেদ, চেয়ারম্যান আতাউর রহমান সেলিম, আহবায়ক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক ফেমড রকি, কো-চেয়ারম্যান নুরুল আজিম, কাজী আজম, আহসান হাবিব, মোহাম্মদ কামরুজ্জামান কামরুল, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, চীফ ম্যানেজমেন্ট ডাইরেক্টর জে মোল্লাহ সানী, ফখরুল ইসলাম দেলোয়ার, মাজেদা এ উদ্দিন প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয় যে, নিউইয়র্ক সিটির মেয়র-সহ নির্বাচিত গুরুত্বপূর্ণ কর্মকর্তারা আসবেন অতিথি হিসেবে। প্যারেড আয়োজনে কমপক্ষে ৬৫ হাজার ডলার ব্যয় হচ্ছে এবং এ অর্থ সংগ্রহ করা হচ্ছে স্পন্সরগণের কাছ থেকে। ইতিমধ্যেই ৩০টির অধিক সংগঠন তালিকাভুক্ত হয়েছে প্যারেডে অংশগ্রহণের জন্যে। আরও সংগঠল তালিকাভুক্ত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। শেষে সবার মাঝে ডিনার সার্ভ করা হয়।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।